ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪

গোল্ডেন মনিরের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

গোল্ডেন মনিরের অবৈধ সম্পদ অর্জন মামলার গতি হঠাৎ করেই বেড়েছে। এরই মধ্যে ছয়শ’ কোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া দীর্ঘদিন ঝুলে থাকা দেড় কোটি টাকার দুর্নীতির মামলার চার্জশিট আদালতে শিগগিরিই জমা দিতে যাচ্ছে দুদক। এদিকে, গোল্ডেন মনিরের দুই শতাধিক প্লট বরাদ্ধের বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে রাজউক। 


গত ২০ নভেম্বর মেরুল বাড্ডায় বাসায় অভিযান চালিয়ে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার  করে র‌্যাব। গ্রেফতারের পর থেকেই বেরিয়ে আসছে, প্লট দখল, স্বর্ণ চোরাচালান, অবৈধ গাড়ি ব্যবসাসহ নানা অনিয়ম-দুর্নীতির চিত্র। 


দুর্নীতি দমন কমিশনও নড়েচড়ে বসেছে। ২০০৯ সালে গোল্ডেন মনিরের বিরুদ্ধে ১ কোটি ৬১ লাখ টাকার দুর্নীতির মামলা করেছিল। তবে, এক দশকে ধরে থমকে ছিল তদন্ত কাজ। দুদক বলছে, আদালতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন জটিলতায় মামলাটির তদন্ত শেষ হয়নি। বর্তমানে আইনি বাধা না থাকায় চার্জশিট দ্রুতই দাখিল করতে চায় সংস্থাটি। 


এদিকে মনিরের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। প্রাথমিক অনুসন্ধানে মনিরের বিরুদ্ধে ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। এর মধ্যে র‌্যাবের হাতে গ্রেফতারের সময় নগদ অর্থ, স্বর্ণ, বাড়ি-গাড়ির হিসাব মিলিয়ে ৪৫ কোটি টাকা। মিলেছে বিভিন্ন ব্যাংক হিসেবে ৫শ’ কোটি টাকার বেশি সম্পদের তথ্য। এসব সম্পদ অর্জনের কোনো বৈধ উৎস খুঁজে পায়নি সংস্থাটি। 


একইভাবে তার স্ত্রী রওশন আক্তারের বিরুদ্ধে ৬ কোটি টাকা অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। ২০১৬ সালের পর এসব অবৈধ সম্পদ অর্জন করেছে বলে দুদক প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। স্ত্রীসহ মনিরের সম্পদ বিবরণী দাখিল করতে অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের কাছে অনুমতি চেয়েছে।  এদিকে, গোল্ডেন মনিরের দুই শতাধিক প্লট বরাদ্দের অনিয়ম খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

ads

Our Facebook Page